ঢাকা, ১২ অক্টোবর ২০২৪, শনিবার

কৃষকদের সচেতন করতে ফলের নিরাপদ চেইন গড়ে তোলার উদ্যোগ



উদ্যোক্তা

এগ্রিবার্তা ডেস্ক:

(২ সপ্তাহ আগে) ২৩ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ১০:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:১৯ পূর্বাহ্ন

agribarta

দেশে নিরাপদ ফলের চেইন তৈরি করতে সচেতনতামূলক কার্যক্রম হাতে নিয়েছে ‘ফ্রুটি বিডি লিমিটেড’। প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা মনিরুজ্জামান মনির এক সাক্ষাৎকারে ‘এগ্রিবার্তা ’কে জানান, "আমরা কৃষক পর্যায় থেকে নিরাপদ ফল উৎপাদনের চর্চা শুরু করেছি। কীটনাশকের যথাযথ ব্যবহার সম্পর্কে অনেক কৃষক এখনও সচেতন নন, ফলে অতিরিক্ত কীটনাশকের ব্যবহারে ফসল বিষাক্ত হয়ে উঠছে। মানুষের শরীরে অল্প সময়ে এর প্রভাব দেখা না গেলেও, দীর্ঘ মেয়াদে এটি স্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়ায়।"

তিনি আরও বলেন, "উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত নিরাপদ ফলের সঠিক ব্যবস্থাপনা একটি জটিল প্রক্রিয়া। এজন্য আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। ভালো খাবার পেতে হলে ভোক্তাদেরও উপযুক্ত মূল্য প্রদান করতে হবে। কৃষক যদি ন্যায্য মূল্য না পান, তাহলে নিরাপদ ফল উৎপাদনে তাদের আগ্রহ তৈরি হয় না। তাই ভোক্তাদের নিরাপদ খাদ্যের চাহিদা থাকতে হবে এবং সঠিক মূল্য প্রদান করতে হবে।"

‘ফ্রুটি বিডি লিমিটেড’-এর পক্ষ থেকে বাছাইকৃত বাগান মালিকদের নিবন্ধন, বাগান পরিদর্শন, প্রাথমিক বাছাই, ওয়ারহাউজিং, গ্রেডিং, কুরিয়ারের সাথে স্থায়ী নিবন্ধন, দেশব্যাপী হোম ডেলিভারি, ফিডব্যাক, এবং প্রয়োজনে ফল পরিবর্তনের প্রতিটি ধাপ অত্যন্ত যত্নসহকারে সম্পন্ন করা হয়। মনিরুজ্জামান বলেন, "আমরা শুধুমাত্র ফল বিক্রির উদ্দেশ্যে কাজ করছি না, এটি একটি নিরাপদ ফলের স্বপ্নযাত্রা। আমরা চাই দেশের প্রতিটি মানুষ নিরাপদ ফলের স্বাদ উপভোগ করতে পারুক।"

কৃষকদের নিরাপদ ফল উৎপাদনে উৎসাহিত করতে তারা বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন। মনিরুজ্জামান জানান, "নিরাপদ ফল সরবরাহে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আমরা বিশ্বাস করি, নিরাপদ খাদ্য সকল মানুষের অধিকার। এজন্য আমরা ক্রমাগত কৃষক এবং ভোক্তাদের মাঝে সেতুবন্ধন গড়ে তোলার চেষ্টা করছি।"

তিনি আরও বলেন, "এই উদ্যোগে সবার সুচিন্তিত পরামর্শ আমাদের একান্ত কাম্য। আমাদের সৎ প্রয়াসকে উৎসাহ দিন, ভালোবেসে পাশে থাকুন। আমরা সকলের সহযোগিতায় একটি নিরাপদ ফলের ভবিষ্যৎ গড়ে তুলতে চাই।"

এগ্রিবার্তা'র পক্ষ থেকে মনিরুজ্জামানকে ধন্যবাদ জানিয়ে বলা হয়, "আপনাদের এই উদ্যোগ দেশকে একটি নিরাপদ খাদ্যের ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে সহায়ক হবে। নিরাপদ ফলের স্বপ্নযাত্রায় আমরা আপনার পাশে আছি।"