বাংলাদেশের পোল্ট্রি শিল্পে এক নতুন দিগন্ত উন্মোচনের অপেক্ষায় "১৩তম আন্তর্জাতিক পোল্ট্রি শো ও সেমিনার-২০২৫," যা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী বছরের ফেব্রুয়ারিতে। ২০-২২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার (BBCFEC), পূর্বাচল, ঢাকায় অনুষ্ঠিত হবে এই মেগা ইভেন্ট। এর পাশাপাশি, ১৮ ও ১৯ ফেব্রুয়ারি রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে আয়োজন করা হবে আন্তর্জাতিক পোল্ট্রি সেমিনার।
ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন-বাংলাদেশ শাখা (ওয়াপসা-বিবি) এবং বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) যৌথভাবে এই আয়োজন করছে। সেমিনারে দেশের ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা পোল্ট্রি শিল্পের বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।
মেলায় এবার ৮০০ এরও বেশি দেশি-বিদেশি স্টল থাকবে, যা পূর্বের তুলনায় আরও বৃহত্তর। দর্শনার্থীদের সুবিধার্থে থাকবে বিআরটিসি শাটল বাস।
আজ ৩ অক্টোবর ২০২৪, রুপায়ন শপিং স্কয়ারে ওয়াপসা-বিবির সেক্রেটারিয়েটে সাংবাদিকদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, যেখানে সাংবাদিকদের প্রস্তাবনা নেওয়া হয়। এই প্রস্তাবনাগুলো আগামী বছরের মেগা ইভেন্টকে আরও সফল করতে সহায়তা করবে।
(ওয়াপসা-বিবির ) সভাপতি মশিউর রহমান বলেন, “পোল্ট্রি পণ্যের চাহিদা দ্রুত বাড়ছে, এবং এই মেলা দেশের পোল্ট্রি শিল্পের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
