চরভদ্রাসনে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

সমকালীন কৃষি/
এগ্রিবার্তা ডেস্ক

(১০ মাস আগে) ১২ মে ২০২৩, শুক্রবার, ৬:৪২ পূর্বাহ্ন

agribarta

ফরিদপুরের চরভদ্রাসনে তিন দিনব্যাপী কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১১.০০টায় মেলার শুরুতে উপজেলার কৃষকদের নিয়ে র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লিটন ঢালী। শনিবার (১৩ মে) বিকেলে এ মেলা সমাপ্ত হবে। উদ্বোধন শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মো. জিয়াউল হক, সহকারী কমিশনার(ভূমি) এস.এম. রাসেল ইসলাম নুর, চরভদ্রাসন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম রেজা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্যা, মহিলা ভাইস চেয়াম্যান ফরিদা পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আদর্শ কৃষক শেখ বায়োজিদ। মেলা উপলক্ষে উন্নত ১২টি জাতের গোল আলু, ছয়টি জাতের মিষ্টি আলো, পানি কচু লতি কচু ওল কচু ও অন্যান্য প্রযুক্তি  প্রদর্শন করা হয়।