ঢাকা, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার

মুজিববাদের কবর ঘোষণা ৩১ ডিসেম্বর



জাতীয়

এগ্রিবার্তা ডেস্ক

(১ মাস আগে) ২৯ ডিসেম্বর ২০২৪, রবিবার, ১০:২৫ পূর্বাহ্ন

agribarta

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আগামী ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে “জুলাই বিপ্লবের ঘোষণাপত্র” প্রকাশের উদ্যোগ নিয়েছে। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এ তথ্য নিশ্চিত করেছেন। ওইদিন বেলা ৩টায় ঘোষণাপত্রটি পাঠ করা হবে।

জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন জানান, “জুলাই বিপ্লবের ঘোষণা গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক দলিল হিসেবে বিবেচিত হবে। এতে কোটা আন্দোলন থেকে গণ-অভ্যুত্থানে পরিণত হওয়ার প্রক্রিয়া, মানুষের জীবনদানের কারণ এবং এর প্রাসঙ্গিক প্রমাণ অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি প্রজাতন্ত্র ঘোষণার বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে।”

ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ আয়োজন ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা “এখন নয় তো কখনো নয়” স্লোগান দিয়ে পোস্ট করছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এক পোস্টে বলেন, “৩১ ডিসেম্বর, শহীদ মিনারে দেখা হবে। ৩৬ জুলাইয়ের চেতনায় এগিয়ে চলব।”

আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ নিজের পোস্টে উল্লেখ করেন, “৩১ ডিসেম্বরই হবে মুজিববাদের কবর।”

সংগঠনের সমন্বয়ক হাসিব আল ইসলাম বলেন, “জুলাইয়ে খুনি সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন তাদের দেশ ছাড়তে বাধ্য করেছিল। এ আন্দোলনের সাংবিধানিক এবং আন্তর্জাতিক স্বীকৃতি প্রয়োজন। এটি আমাদের জন্য রাজনৈতিক সুরক্ষা নিশ্চিত করবে এবং বৈপ্লবিক পরিবর্তনের পথে বাধা এড়াবে।”