ঢাকা, ১৫ ডিসেম্বর ২০২৫, সোমবার

সেচ সংকট: উৎপাদন ব্যয় বেড়েছে কয়েক গুণ



কৃষি

এগ্রিবার্তা ডেস্ক

(৯ মাস আগে) ৫ মার্চ ২০২৫, বুধবার, ১১:৪৫ পূর্বাহ্ন

agribarta

পাবনার বেড়া উপজেলায় বোরো মৌসুমের ধান চাষ চলছে, তবে আশানুরূপ সেচ সুবিধা না পাওয়ায় কৃষকরা চরম দুশ্চিন্তায় রয়েছেন। খাল শুকিয়ে যাওয়ায় তাদের গভীর নলকূপের পানির ওপর নির্ভর করতে হচ্ছে, যা উৎপাদন খরচ বাড়িয়ে দিচ্ছে।

স্থানীয় কৃষকরা জানান, সাধারণত সেচ খাল থেকে প্রতি বিঘা জমিতে ১৮০ টাকা খরচ হলেও, এখন গভীর নলকূপের পানি নিতে বিঘাপ্রতি ৫,০০০ টাকা পর্যন্ত ব্যয় হচ্ছে। এতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় অনেকেই ধানের আবাদ কমিয়ে দিচ্ছেন।

এক কৃষক বলেন, “চার বিঘা জমিতে ধান লাগানোর পরিকল্পনা ছিল, কিন্তু পানির অভাবে তা সম্ভব হচ্ছে না। আমাদের ধানে ক্ষতি হচ্ছে, অথচ খালে পানি নেই।”

অন্য একজন জানান, "সেচের পানির অভাবে উৎপাদন ব্যয় ৮,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত বেড়ে গেছে। যদি খালে পানি থাকতো, তাহলে ব্যয় অনেক কম হতো।"

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ১৩ মার্চের পর মেইন ক্যানেলে পানি প্রবাহ শুরু হবে এবং ধীরে ধীরে সেকেন্ডারি ক্যানেলগুলোতেও সরবরাহ নিশ্চিত করা হবে। তবে নির্ধারিত সময়ে পানি না পাওয়ায় কৃষকরা দ্রুত সেচের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।