ঢাকা, ৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার

জুলাই পরবর্তী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ: পরিবর্তন কতটুকু?



ক্যাম্পাস

পটুয়াখালী প্রতিনিধি

(৪ মাস আগে) ২৮ জুন ২০২৫, শনিবার, ৬:৩০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:০৬ পূর্বাহ্ন

agribarta

চব্বিশের বৈষম্যবিরোধী আন্দোলন শেষ পর্যন্ত গনআন্দোলনে রুপ নিলে ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়। দীর্ঘ ১৫ বছরের জুলুম-নির্যাতনের শাসন থেকে মুক্তি পায় জাতি। কিন্তু যে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ছাত্রজনতা বৈষম্য দূর করার জন্য জীবন দিলো, দেশ গড়ার কারিগর বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সেই বৈষম্য দূর হয়েছে কি?

সম্প্রতি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০ টিরও অধিক পোষ্টে লেকচারার, এসিস্ট্যান্ট প্রফেসরসহ বিভিন্ন পদে নিয়োগ হয়। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে বিদেশ থেকে মাষ্টার্স, পিএইচডি, পোষ্টডক্টরাল সম্পন্ন করা ভালো সিজিপিএধারী মেধাবী শিক্ষার্থীরা সেখানে আবেদন করে। একবুক স্বপ্ন নিয়ে লক্ষাধিক টাকার বিমান ভাড়া দিয়ে দেশে এসে তারা PSTU এর প্রেজেন্টেশন-ইন্টারভিউয়ে অংশ নেয়।

বিদেশ থেকে ফিরে আসা মেধাবী শিক্ষার্থীরা ইন্টারভিউ, ভাইভা, প্রেজেন্টেশন মিলিয়ে টপ পারফর্ম করলেও ভিসি-প্রোভিসি মিলে নিয়োগের ক্ষেত্রে সেই আগের চিরাচরিত পদ্ধতি অনুসরণ করেন। এক্সপার্ট মেম্বাররা যোগ্য প্রার্থীকে নিয়োগের সুপারিশ করলেও উপরমহলের চাপ, আর্থিক লেনদেন, দুর্নীতি ইত্যাদি সেই একই পথ অনুসরণ করা ভিসি-প্রোভিসি অযোগ্য প্রার্থীদের নিয়োগ দেন। এমনি যোগ্য প্রার্থী বাদ দেয়ার জন্য ভিসি-প্রোভিসি জামায়াত-শিবির-মৌলবাদী ইত্যাদি ট্যাগ ব্যবহার করেন যেমনটা শেখ হাসিনার আমলে করা হতো।

বিশ্ববিদ্যালয়ের সম্প্রতি নিয়োগ হওয়া শিক্ষকদের প্রোফাইল অনুসন্ধান করে দেখা যায় যে, Plant Pathology, Food Microbiology, Soil Science সহ বেশ কয়েকটি ডিপার্টমেন্ট এ এরকম নিয়োগ-বাণিজ্য করা হয়। বিদেশ থেকে আসা পিএইচডি-পোষ্টডক, হাই ইম্প্যাক্ট পাবলিকেশনধারী মেধাবী শিক্ষার্থীদের নিয়োগ না দিয়ে আর্থিক অনিয়মের মাধ্যমে বাংলাদেশ থেকে পিএইচডি সম্পন্ন করা, এমনকি পিএইচডি ছাড়া প্রার্থীদেরও নিয়োগ দেয়া হয়।

বিদেশ থেকে আসা প্রার্থীদের মধ্যে ড. ওলিউল হাসান জানান, তিনি জার্মানিতে মাস্টার্স করেছেন, দক্ষিন কোরিয়াতে পিএইচডি-পোষ্টডক করেছেন। ৫০ এর অধিক মানসম্পন্ন পাবলিকেশন আছে। অনার্স-মাস্টার্স এর সিজিপিএ ৩.৮ এর উপরে। কিন্তু Plant Pathology ডিপার্টমেন্ট এ ৩ জন প্রার্থীর মধ্যে তাকে নিয়োগ না দিয়ে নিয়োগ বানিজ্যের মাধ্যমে ভিসি-প্রোভিসির পছন্দের এক প্রার্থীকে নিয়োগ দেয়া হয় এবং আরেকজনকে শর্ত সাপেক্ষে নিয়োগ দেয়া হয় যাদের কারোরই দেশের বাহিরে পিএইচডি নেই।

অভিযোগের বিষয়ে জানতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. কাজী রফিকুল আলম এবং প্রোভিসি প্রফেসর ড. এসএম হেমায়েত জাহানকে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

ক্যাম্পাস থেকে আরও পড়ুন

সর্বশেষ