গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) আন্তর্জাতিক কৃষি ও সংশ্লিষ্ট বিজ্ঞান শিক্ষার্থীদের সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্টুডেন্টস ইন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রিলেটেড সায়েন্সেস (আইএএএস) বাংলাদেশ-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ৫ম বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস ২০২৫।
“অ্যাডভান্সিং অ্যাগ্রোফ্রন্টিয়ার্স, ইয়ুথ-লেড ইনোভেশন ফর ক্লাইমেট রেজিলিয়েন্ট এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি ট্রান্সফার” প্রতিপাদ্যে শুক্রবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে সকাল ১০টায় কংগ্রেসের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়। আইএএএস গাকৃবি চ্যাপ্টারের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.জিকেএম মুস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. সাফিউল ইসলাম আফরাদ। অধিবেশনে সভাপতিত্ব করেন আইএএএস বাংলাদেশ-এর ন্যাশনাল ডিরেক্টর মো. ইসরাফিল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম এবং ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান।
অনুষ্ঠানের শুরুতে জুলাই আন্দোলনের শহীদ ওসমান বিন হাদি-এর প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগত ঐতিহ্য ও অবদান তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
আলোচনা পর্বে বক্তারা জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, গবেষণা ও উদ্ভাবনে তরুণদের নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান বলেন, টেকসই কৃষি উন্নয়নের জন্য উদ্ভাবন, গবেষণা এবং মাঠপর্যায়ে কার্যকর প্রযুক্তি প্রয়োগের কোনো বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের গবেষণাভিত্তিক ও বাস্তবমুখী উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
কংগ্রেসে দেশের ১১টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আগত স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে আইএএএস -এর নতুন কমিটির ঘোষণা দেওয়া হয় এবং লোকাল ডিরেক্টর হিসেবে তৌফিকুল ইসলাম-এর নাম ঘোষণা করা হয়। পাশাপাশি অতিথিবৃন্দকে স্মারক উপহার প্রদান করা হয়।
