ঢাকা, ১২ অক্টোবর ২০২৪, শনিবার

মৎস্য সম্পদ সুরক্ষায় নাটোরের হালতিবিল ও চলনবিলে অভিযান



মৎস্য

এগ্রিবার্তা ডেস্ক:

(২ সপ্তাহ আগে) ২৩ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ৯:৫৮ পূর্বাহ্ন

agribarta

মৎস্য সম্পদ সুরক্ষায় জেলার হালতিবিল ও চলনবিলে পরিচালনা করা হয়েছে।জেলা মৎস্য কর্মকর্তা ড. আবুল কালাম আজাদ আজ রোববার সকালে বাসসকে জানান, হালতিবিল ও চলনবিলে গতকাল সন্ধ্যা পর্যন্ত পরিচালিত পৃথক অভিযানে আড়াই লাখ টাকা মূল্যমানের অবৈধ জাল অপসারণ, পাঁচব্যক্তির কাছ থেকে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা আদায় এবং জালে আটক প্রায় ১ টন মাছ অবমুক্ত করা হয়।


নলডাঙ্গা উপজেলার হালতিবিলের বিভিন্ন এলাকা থেকে উদ্ধারকৃত ১ হাজার ৭০০ মিটার কারেন্ট জাল, ২২০ মিটার দৈর্ঘের ১১টি চায়না দোয়ারি জাল ও ৫০০ মিটার বানার বাঁধ জব্দ করা হয়। এ সময় অভিযুক্ত তিনব্যক্তির কাছ থেকে দেড় হাজার টাকা জরিমানার অর্থ আদায় করা হয়। জালে আটক ৫০ কেজি মাছ তিনটি মাদ্রাসায় বিতরণ করা হয়। সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান এবং উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার অভিযানের নেতৃত্ব দেন।

অন্যদিকে সিংড়া উপজেলায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা মৎস্য কর্মকর্তা ড. আবুল কালাম আজাদ এবং সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সরদার। চলনবিলে পরিচালিত অভিযানে তিনটি স্রোতি জাল অবকাঠামোসহ এবং দেড় হাজার মিটার বানার বাঁধ অপসারণ করা হয়। অভিযানকালে অভিযুক্ত তিনব্যক্তির কাছ থেকে জরিমানালব্দ ৫ হাজার টাকা আদায় করা হয়। জালে আটক প্রায় ১ টন মাছ মুক্ত জলাশয়ে অবমুক্ত করা হয়।
জব্দকৃত এসব জাল পরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।