ঢাকা, ১৫ ডিসেম্বর ২০২৫, সোমবার

৪০০০ কোটি ডলার কৃষিতে বিনিয়োগের ঘোষণা সৌদি আরবের



কৃষি

এগ্রিবার্তা ডেস্ক

(১ বছর আগে) ২১ অক্টোবর ২০২৪, সোমবার, ৫:২৩ অপরাহ্ন

agribarta

সৌদি আরব চলতি দশকের শেষ নাগাদ কৃষি খাতে ৪ হাজার কোটি ডলার বিনিয়োগের আশা করছে। আজ রিয়াদে শুরু হচ্ছে চার দিনের ‘সৌদি এগ্রিকালচার এক্সিবিশন’, যা দেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একযোগে অনুষ্ঠিত হবে। এই প্রদর্শনীর ৪১তম সংস্করণ উপলক্ষে বিনিয়োগের এই লক্ষ্য প্রকাশ করেছে দেশটির পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয়।

প্রদর্শনীতে ২৮টি দেশের প্রতিনিধিরা এবং দেশ-বিদেশের ৩৭০টি কৃষিপণ্য কোম্পানি অংশগ্রহণ করবে। এটি কৃষি খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে বিভিন্ন প্রযুক্তি এবং উদ্ভাবনের প্রদর্শনী হবে। সৌদি আরবের এই উদ্যোগ কৃষি খাতে উন্নয়ন ও বিনিয়োগকে উৎসাহিত করবে এবং আন্তর্জাতিক ব্যবসায়িক সম্পর্ক স্থাপনে সহায়ক হবে।