ঢাকা, ১৫ ডিসেম্বর ২০২৫, সোমবার

চট্টগ্রামে পুলিশের পোশাক পরে গরু লুটের অভিযোগ!



কৃষি

এগ্রিবার্তা ডেস্ক

(১ বছর আগে) ২৯ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ১১:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:০৩ অপরাহ্ন

agribarta

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পুলিশের পোশাক পরে একটি খামার থেকে দুটি গরু লুট করার অভিযোগ উঠেছে। আজ সোমবার ভোরে শিকলবাহা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের এয়ার মোহাম্মদ চৌধুরীবাড়ির শাহ অহিদিয়া ডেইরি ফার্মে এই ঘটনা ঘটে।

স্থানীয় খামারি ও বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ভোররাতে ১০ থেকে ১২ জন ব্যক্তি একটি নৌকায় এসে খামারে প্রবেশ করেন। তাদের মধ্যে সাত-আটজন পুলিশের ইউনিফর্ম পরিহিত ছিলেন। তারা খামারের তত্ত্বাবধায়ক মো. হোসেনকে মারধর করে দুটি গরু নিয়ে যান এবং সেগুলো নৌকায় করে পালিয়ে যান।

খামারের মালিক মো. ইকবাল বাহার (৪২) জানিয়েছেন, দুষ্কৃতকারীরা প্রায় তিন লাখ টাকার দুটি গরু নিয়ে গেছে এবং তিনি এ ঘটনায় থানায় মামলা করার পরিকল্পনা করছেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন বলেন, খামারের মালিকের সঙ্গে কথা হয়েছে। তিনি মামলা করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।