ঢাকা, ১৫ ডিসেম্বর ২০২৫, সোমবার

কৃষকের নামে ধানের নাম ‘হেকিম’, ভালো ফলনে উৎসব করে কাটা শুরু



কৃষি

এগ্রিবার্তা ডেস্ক

(১ বছর আগে) ২৭ নভেম্বর ২০২৪, বুধবার, ৯:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৫৫ পূর্বাহ্ন

agribarta

সাধুপাড়া গ্রামের কৃষক আবদুল হেকিম (৬৫) দীর্ঘ গবেষণার পর একটি স্থানীয় জাতের ধান আবিষ্কার করেন, যা পরে ‘হেকিম ধান’ নামে পরিচিতি পায়। গত কয়েক বছরে এই ধানের ফলন ভালো হওয়ায় কৃষকেরা এবারও উৎসবের আমেজে ধান কাটার জন্য প্রস্তুতি নেন।

গতকাল রোববার ছিল হেকিম ধান কাটার নির্ধারিত দিন। ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কামারিয়া ইউনিয়নের সাধুপাড়া গ্রামের কৃষকেরা এই দিনটি উৎসবের মতো পালন করেন। ধান কাটার আগে তারা নিজেদের সংগঠনের কার্যালয়ে বৈঠকে বসেন এবং একে অপরের ফসলের অবস্থা নিয়ে আলোচনা করেন। উপসহকারী কৃষি কর্মকর্তাও তাদের বিভিন্ন পরামর্শ দেন।

আবদুল হেকিম জানান, তিনি ২০০৯ সালে নেত্রকোনার আটপাড়া উপজেলায় বেড়াতে গিয়ে বিভিন্ন জাতের ধানের চাষ দেখে অনুপ্রাণিত হন এবং ২০১০ সালে ১৩ জাতের ধানের গবেষণা শুরু করেন। তিনি একটি বিশেষ জাতের ধান আবিষ্কার করেন, যা পরে ‘হেকিম ধান’ নামে পরিচিত হয়ে ওঠে। এই জাতটি কম খরচে ভালো ফলন দেয়, যা কৃষকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করে।

সাধুপাড়া গ্রামের কৃষকরা জানান, তারা একে অপরকে সহযোগিতা করে কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করছেন। সংগঠনের মাধ্যমে তারা নিয়মিত বৈঠক করে ফসলের সমস্যা নিয়ে আলোচনা করেন এবং কৃষি কর্মকর্তাদের কাছ থেকে পরামর্শ নেন।

হেকিম ধানের বৈশিষ্ট্য হলো এর পাতলা খোসা, উচ্চ ওজন, কম চিটা এবং রোগবালাইয়ের প্রতিরোধ ক্ষমতা। এটি অনুর্বর জমিতে ভালো ফলন দেয় এবং ১২০ থেকে ১৩০ দিনের মধ্যে ঘরে ওঠে।

এ বছর সাধুপাড়া গ্রামে হেকিম ধান কাটার উৎসব অনুষ্ঠিত হয়েছে, যেখানে আশপাশের অন্যান্য কৃষকও যোগ দেন। গতকাল ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় হেকিম ধানের মাঠে উৎসবের আমেজ ছিল।