
গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে মাছের দাম কমেছে, তবে মুরগি ও গরুর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। এই পরিস্থিতিতে, সবজির বাজারে কিছুটা অসন্তোষ থাকলেও মাছ ও মাংসে ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তি এসেছে বলে জানিয়েছেন কম আয়ের মানুষজন। শুক্রবার সকালে রাজধানীর বাড্ডা-রামপুরা এলাকার বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।
বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮০০ টাকার মধ্যে। খাসির মাংস প্রতি কেজি ১,০৫০ থেকে ১,২০০ টাকা এবং ছাগলের মাংস ১,০০০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দাম ১৭০ থেকে ১৮০ টাকা, দেশি মুরগি ৬৫০ থেকে ৭০০ টাকা এবং সোনালি মুরগি ৩০০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের বাজারে বড় চিংড়ি মাছ কেজিপ্রতি ৬০০ থেকে ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ৭০০ টাকা পর্যন্ত। শিং মাছ বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৫০০ টাকা, পাঙাস ১৭০ থেকে ১৮০ টাকা এবং রুই মাছ ৩৫০ টাকায়। পাবদা মাছের দামও কিছুটা কমেছে; গত সপ্তাহে যেখানে দাম ছিল ৩৫০ থেকে ৪০০ টাকা, সেখানে এখন তা ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।
ক্রেতা-বিক্রেতাদের মতে, ব্রয়লার মুরগির চাহিদা সবসময় বেশি থাকে, তবে মাঝে মাঝে দাম বেড়ে গেলে বিক্রি কমে যায়। নদী ও সামুদ্রিক মাছের ভালো সরবরাহ থাকার কারণে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে মাছের দাম কমেছে।