.jpg)
লক্ষ্মীপুরের রামগতির চর আবদুল্লাহ এলাকায় মেঘনা নদীতে ধরা পড়েছে বিশাল আকৃতির শাপলা পাতা মাছ। রবিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্থানীয় জেলে কালু মাঝির জালে আটকে যায় ৮৪ কেজি ওজনের এই বিরল মাছটি। প্রথমবারের মতো এত বড় মাছ পেয়ে উচ্ছ্বসিত জেলেরা।
কালু মাঝি জানান, জাল টেনে তুলতে বেশ বেগ পেতে হয়েছে এবং প্রথমে ভয়ও পেয়েছিলেন। পরে সবাই মিলে প্রচেষ্টার পর বিশাল মাছটিকে নৌকায় তোলা সম্ভব হয়। ঘাটে নিয়ে গেলে মাছটির দাম ওঠে ৪৬ হাজার টাকা। তবে স্থানীয়দের অনুরোধে পরে কেটে কেজি দরে বিক্রি করা হয়।
পাটওয়ারীর হাটের মাছ ব্যবসায়ী মোহাম্মদ লিটন জানান, চর আবদুল্লাহ এলাকায় ইলিশ ধরার সময় মাছটি ধরা পড়ে। নৌকায় থাকা জেলেরা অনেক কষ্টে এটি তীরে নিয়ে আসেন এবং পরে নিলামে তোলা হয়। বিশাল আকৃতির এ মাছ দেখে স্থানীয়দের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা যায়।
জেলা মৎস্য কর্মকর্তা মো. বিল্লাল হোসেন জানান, শাপলা পাতা মাছ সাধারণত সামুদ্রিক হলেও মাঝে মাঝে উপকূলীয় নদীগুলোতে চলে আসে। মেঘনা নদীতেও মাঝে মাঝে এ ধরনের মাছ ধরা পড়ে। তবে এত বড় আকারের শাপলা পাতা মাছ এই অঞ্চলে এবারই প্রথম ধরা পড়ল।