ঢাকা, ৭ ডিসেম্বর ২০২৫, রবিবার

রংপুরের ‘প্রয়াস সেনা বিনোদন পার্ক’: প্রকৃতির মাঝে এক মানবিক উদ্যোগ!



পরিবেশ

এগ্রিবার্তা ডেস্ক

(৫ মাস আগে) ১৮ জুন ২০২৫, বুধবার, ৯:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:৩২ অপরাহ্ন

agribarta

কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি কাটিয়ে সবুজের স্নিগ্ধতা আর নির্মল বিনোদনের স্বাদ নিতে চান? একইসাথে আপনার ভ্রমণ যদি হয় কোনো মহৎ উদ্দেশ্যে নিবেদিত, তবে কেমন হয়? বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত 'প্রয়াস সেনা বিনোদন পার্ক'। তেমনই এক অনন্য ঠিকানা, যেখানে প্রকৃতি আর মানবিকতা একাকার হয়েছে।

২০১৩ সালে রংপুর শহরের নিসবেতগঞ্জ রোড সংলগ্ন প্রায় ১১০০ একর বিশাল জায়গাজুড়ে ঘাঘট নদীর দুই পাড়ে গড়ে উঠেছে এই সুপরিকল্পিত বিনোদন কেন্দ্রটি। চোখ জুড়ানো সবুজ আর নির্মল বাতাসের এই পার্কে প্রবেশ করলেই মন ভরে ওঠে এক অন্যরকম প্রশান্তিতে। পার্কের বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে বিভিন্ন প্রজাতির ঔষধি, বনজ এবং ফলজ বৃক্ষের সমারোহ, যা প্রকৃতিপ্রেমীদের নিঃসন্দেহে মুগ্ধ করবে।

পরিবার বা বন্ধুদের নিয়ে পিকনিকের পরিকল্পনা থাকলে প্রয়াস সেনা বিনোদন পার্ক আপনার জন্য আদর্শ। এখানে রয়েছে তিস্তা, করতোয়া ও যমুনা নামে তিনটি সুসজ্জিত পিকনিক স্পট, যেখানে একসাথে অনেক মানুষ নিজেদের মতো করে সময় কাটাতে পারবেন।

শুধু সবুজের সমারোহ নয়, 'প্রয়াস সেনা বিনোদন পার্কে' রয়েছে বিনোদনেরও নানা অনুষঙ্গ। পার্কের অভ্যন্তরে শোভা পাচ্ছে বিভিন্ন নান্দনিক প্রতিকৃতি, যা শিল্পের প্রতি আপনার ভালোবাসাকে জাগ্রত করবে। কৃত্রিম সমুদ্রসৈকত আর নৌ ভ্রমণের ব্যবস্থা আপনাকে এনে দেবে এক ভিন্ন অভিজ্ঞতা। শিশুদের বিনোদনের জন্য রয়েছে বিশেষ আয়োজন, যেখানে তারা অবাধে খেলাধুলা করে আনন্দ উপভোগ করতে পারবে। এছাড়াও, মনোরম ছেঁড়া দ্বীপ এবং দৃষ্টিনন্দন ফুলের বাগান পার্কের সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে তুলেছে।

'প্রয়াস সেনা বিনোদন পার্ক' শুধু একটি বিনোদন কেন্দ্র নয়, এটি একটি মানবিক উদ্যোগের প্রতীক। বাংলাদেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থায় পরিচালিত এই পার্কের আয়ের ৭৫ শতাংশই প্রতিবন্ধীদের কল্যাণে ব্যয় করা হয়। অর্থাৎ, আপনার প্রতিটি টিকিট ক্রয় বা পার্কের অভ্যন্তরে ব্যয় করা অর্থ অসহায় প্রতিবন্ধী মানুষের মুখে হাসি ফোটাতে সাহায্য করছে। এটি নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ, যা পার্কটিকে কেবল একটি বিনোদন কেন্দ্র থেকে আরও বেশি কিছুতে পরিণত করেছে।

নান্দনিক সৌন্দর্য, কঠোর নিরাপত্তা আর মহৎ মানবিক উদ্দেশ্য - এই সবকিছু মিলে প্রয়াস সেনা বিনোদন পার্ক এক অসাধারণ গন্তব্য। পরিবার-পরিজন নিয়ে প্রকৃতির মাঝে আনন্দময় সময় কাটানোর পাশাপাশি একটি ভালো কাজের অংশীদার হতে চাইলে প্রয়াস সেনা বিনোদন পার্ক আপনার জন্য সেরা পছন্দ।

পরিবেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ