বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ ডিসেম্বর) সকাল ১০ টায় বিনা সাতক্ষীরার পিএসও এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোঃ কামরুজ্জামানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে কর্মশালার উদ্বোধন করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন, ড. মোঃ হাসানুজ্জামান (পিএসও এবং প্রকল্প পরিচালক, বিসিসিটিএফ প্রকল্প,বিনা, ময়মনসিংহ)।
প্রধান অতিথি ছিলেন, মো: রফিকুল ইসলাম, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা অঞ্চল।
বিশেষ অতিথি ছিলেন- খুলনা অঞ্চল কর্মকর্তা ড. বিভাস চন্দ্র সাহা, বিনা ময়মনসিংহের প্রকল্প পরিচালক ড. মোঃ মাহবুবুল আলম তরফদার, সাতক্ষীরা খামার বাড়ির পরিচালক মোঃ সাইফুল ইসলাম, খুলনা বিভাগীয় প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ বাবুল আক্তার।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপনা করেন, ড. রেজা মোহাম্মদ ইমন (পিএসও এবং প্রকল্প সমন্বয়ক, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প, বিনা,ময়মনসিংহ)।
কর্মশালায় খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন, ১ ইঞ্চি জমিও পতীত থাকবে না। বাড়ির ছাদ থেকে শুরু করে নদী- খালের কিনারে,পুকুরপাড়, ঝোপ-ঝাড়ে সব জায়গায় ফসলের আবাদ করতে হবে। খুলনার সাতক্ষীরা,কয়রা, দাকোপ বটিয়াঘাটাসহ বিভিন্ন অঞ্চল লবণাক্ত। এ সমস্ত জায়গায় লবণ সহিষ্ণু বিনা -১০ ধান রোপন করে ফসলের উৎপাদন বাড়ানো যেতে পারে।তিনি বলেন, বিনা এক, বিনা দুই, বিনা তিনসহ বিভিন্ন ধরনের উদ্ভাবিত লেবুর চাষ বৃদ্ধি করতে হবে।
