ঢাকা, ১২ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

বেনাপোলে 'স্বস্তির হাট' উদ্বোধন করলেন ভিপি নূর



কৃষি

এগ্রিবার্তা ডেস্ক

(১ মাস আগে) ৫ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ১০:৩৭ পূর্বাহ্ন

agribarta

ভিপি নূরের নেতৃত্বে গণঅধিকার পরিষদ সম্প্রতি ঠাকুরগাঁওয়ের বেনাপোল এলাকায় “স্বস্তির হাট” নামে একটি সবজি বাজার উদ্বোধন করেছে। রবিবার (৩ নভেম্বর) সকাল ১০ টায় পুকুরপাড় জামে মসজিদের সামনে এই হাটের উদ্বোধন করা হয়। বাজারের বাইরে ২০-২৫ টাকা কম দামে সবজি বিক্রি করছে এই হাট, যা সপ্তাহে তিন দিন খোলা থাকবে।

গণঅধিকার পরিষদের খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বস্তির হাট চালু হওয়ার পর থেকেই ক্রেতাদের মধ্যে ব্যাপক ভিড় দেখা যাচ্ছে। বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষরা এখানে ন্যায্য মূল্যে সবজি কিনতে পেরে সন্তুষ্ট।

ক্রেতাদের মতে, অন্যান্য বাজারের তুলনায় এখানে দাম কম হওয়ায় তারা এখান থেকে কেনাকাটা করছেন। এই উদ্যোগকে বেনাপোলের বিভিন্ন শ্রেণির মানুষ স্বাগত জানিয়েছেন। এলাকাবাসী বাজারের মূল্য স্থিতিশীল রাখতে আরও কিছু স্বস্তির হাট প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন।