
সেন্টমার্টিনে পরিবেশ রক্ষা বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে কোস্ট গার্ড সমুদ্র তীরবর্তী এলাকায় শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা ও জননিরাপত্তা নিশ্চিতকল্পে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। উপকূলীয় এবং দ্বীপাঞ্চলে জনসচেতনতা বৃদ্ধি ও আর্থ-সামাজিক উন্নয়নে কোস্ট গার্ডে ভূমিকা অপরিহার্য।
এর ধারাবাহিকতায় ১৭ জুলাই বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কোস্ট গার্ড জাহাজ তাজউদ্দীন সেন্টমার্টিন দ্বীপে পরিবেশ রক্ষায় করণীয় বিষয়ের ওপর একটি সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ রক্ষায় সবার সম্মিলিত সহযোগিতা এবং স্ব-স্ব জায়গা থেকে উদ্যোগ নিয়ে নিজ আবাসভূমির পরিচর্যা করার আহ্বান করা হয়।
এছাড়াও প্লাস্টিকজাত দ্রব্য ব্যবহার পরিহার এবং সমুদ্রে অপ্রয়োজনে ময়লার স্তূপ ফেলার ফলে সমুদ্রে মৎস্য ও প্রাণিকূলের ওপর ব্যাপক প্রভাব সম্পর্কে সবাইকে সচেতন করা হয়। সভায় স্থানীয় জনপ্রতিনিধিসহ ৬০ জন দ্বীপবাসী উপস্থিত ছিলেন।