ঢাকা, ১৬ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার

সবজির দাম কমাতে চট্টগ্রামে নতুন উদ্যোগ




Notice: Trying to get property 'cname' of non-object in /home/agribart/public_html/article.php on line 22

এগ্রিবার্তা ডেস্ক

(১ বছর আগে) ২২ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ৪:৫১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:৫৭ অপরাহ্ন

agribarta

চট্টগ্রামে খোলা বাজারে ন্যায্যমূল্যে সবজি, ডিম ও পেঁয়াজ বিক্রির কার্যক্রম শুরু করেছে কৃষি বিপণন অধিদপ্তর।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে নগরের চকবাজারে এই কার্যক্রমের উদ্বোধন করেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মাসুদ করিম। এতে সহযোগিতা করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কৃষি বিপণন অধিদপ্তরের সিনিয়র কর্মকর্তা শাহরিয়ার আকুঞ্জী জানান, প্রতিদিন এক হাজার জন গ্রাহকের কাছে পণ্য বিক্রি হবে। চকবাজারের পাশাপাশি দেওয়ানহাট, ষোলোশহর, ফিরিঙ্গিবাজার ও ফিরোজশাহ এলাকায়ও এই কার্যক্রম চলবে।

গ্রাহকরা ৪৫০ টাকার মধ্যে ১৩০ টাকা দামে এক ডজন ডিম, ৭০ টাকা দামে দুই কেজি পেঁয়াজ, ৩০ টাকা দামে ৪ কেজি আলু, ২০ টাকা দামে এক কেজি পেঁপে এবং ৪০ টাকা দামে এক কেজি করলা কিনতে পারবেন। প্রতি পয়েন্টে ২০০ জনকে পণ্য দেওয়া হবে এবং আগামী ১৫ দিন এই বিক্রি কার্যক্রম চলবে।