ঢাকা, ১২ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

প্রাণীরা কি প্রকৃতির সংকেত বুঝতে পারে?



সম্পাদকীয়

এগ্রিবার্তা ডেস্ক

(৩ সপ্তাহ আগে) ১৭ নভেম্বর ২০২৪, রবিবার, ৮:৫৮ পূর্বাহ্ন

agribarta

বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার ক্ষমতা নিয়ে অনেক দেশের folklore-এ আলোচনা করা হয়েছে। তবে বিজ্ঞান কি এই বিষয়ে কিছু বলে? যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় অনুষ্ঠিত গ্রাউন্ড হগ’স ডে উৎসবের মাধ্যমে এই বিষয়টির একটি উদাহরণ দেখা যায়। প্রতি বছর ২ ফেব্রুয়ারি পোনসেটনি ফিল নামক একটি গ্রাউন্ড হগ গর্ত থেকে বের হয়ে তার ছায়া দেখে শীতের অবস্থা জানায়।

যদি সে ছায়া দেখে, তাহলে আরও ছয় সপ্তাহ শীত থাকবে বলে মনে করা হয়, অন্যথায় বসন্তের আগমনের পূর্বাভাস দেয়। তবে, পোনসেটনি ফিলের ভবিষ্যদ্বাণী সঠিক হওয়ার হার মাত্র ৪০ শতাংশ।

অন্যান্য প্রাণীর মধ্যে যেমন গরুর শুয়ে পড়া বা শুঁয়োপোকাদের শরীরের রঙ পরিবর্তন, আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার ক্ষমতা রয়েছে বলে মনে করা হয়। কিন্তু আধুনিক বিজ্ঞান এসব দাবির বেশিরভাগকেই সন্দেহের চোখে দেখে। তবে কিছু ক্ষেত্রে বিজ্ঞান এসব লোককাহিনীর সত্যতা খুঁজে পেয়েছে।

ফিনোলজি হল সেই বিজ্ঞান যা আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তনের সঙ্গে গাছপালা ও প্রাণীদের মৌসুমি আচরণের সম্পর্ক নিয়ে আলোচনা করে। উদাহরণস্বরূপ, মাছ ও পরিযায়ী পাখিরা পানি ও বাতাসের তাপমাত্রার সঙ্গে কিভাবে প্রতিক্রিয়া দেখায়।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফিনোলজি নেটওয়ার্কের পরিচালক থেরেসা ক্রিমিনস বলেন, পোনসেটনি ফিল বসন্তের আগমনের সংকেত দিতে সফল না হলেও প্রাকৃতিক বিশ্বের অনেক কুসংস্কারপূর্ণ বিষয় বৈজ্ঞানিক সমর্থন পেতে পারে।

এছাড়া, বিভিন্ন প্রাণী প্রাকৃতিক দুর্যোগের আগাম সংকেত দিতে পারে বলে গবেষণাও হয়েছে। ২০১৪ সালে প্রকাশিত একটি গবেষণায় দেখা যায়, গোল্ডেন-উইংড ওয়রব্লার পাখিরা টর্নেডোর আগমনের ২৪ ঘণ্টা আগে এলাকা ছেড়ে চলে যায়।

গবেষণাগুলি দেখিয়েছে যে কিছু প্রাণী বিশেষ ধরনের শব্দ শুনতে সক্ষম, যা মানুষের শ্রবণের ক্ষমতার বাইরে। উদাহরণস্বরূপ, গরু এবং কুকুর ভূমিকম্পের আগে অস্বাভাবিক আচরণ করে।

এদিকে, ঝিঁঝি পোকার ডাক বৃষ্টির পূর্বাভাস দিতে পারে বলে প্রচলিত আছে। গবেষণায় দেখা গেছে, উষ্ণ আবহাওয়ায় এরা বেশি সক্রিয় হয়ে ওঠে।

অন্যদিকে, জলবায়ু পরিবর্তনের কারণে কিছু প্রাণীর আচরণও পরিবর্তিত হচ্ছে। ভালুকরা দেরিতে শীতনিদ্রায় যাচ্ছে এবং উষ্ণ আবহাওয়ার কারণে তাড়াতাড়ি জেগে উঠছে, যা মানুষের সঙ্গে সংঘাত বাড়াচ্ছে।