ঢাকা, ২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার

পার্বতীপুরে মৎস্য সম্প্রসারণ বীজ উৎপাদনে সফলতা



মৎস্য

ডেস্ক রিপোর্ট

(৩ মাস আগে) ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৯:৩২ পূর্বাহ্ন

agribarta

দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় উত্তর-পশ্চিম মৎস্য সম্প্রসারণ ও বীজ উৎপাদন খামারটি মৎস্য বীজ উৎপাদনে সফল ভাবে ফিরেছে।

গতকাল শুক্রবার জেলার পার্বতীপুর উপজেলায় অবস্থিত মৎস্য বীজ উৎপাদন খামার এর ব্যবস্থাপক মো. আব্দুস সালাম প্রামানিক এই তথ্য নিশ্চিত করে বলেন, এক সময় জনবল স্বল্পতার কারণে মুখ থুবড়ে পড়ে ছিল এই মৎস্য বীজ উৎপাদন খামারটি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য অধিদপ্তরের পরিকল্পনা ও উদ্যোগের কারণে এখানে দেশের সাদা সোনাখ্যাত গলদা চিংড়ি উৎপাদিত হচ্ছে। ফলে স্থানীয় এক হাজার দু'শ চাষি মাছ চাষে সফলতার স্বপ্ন দেখতে শুরু করেছেন। বাসসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

তিনি জানান, ১৯৬৪ সালে ৫০ একর জমি ওপর মৌসুম বীজ উৎপাদন খামারটি স্থাপিত হয়ে ছিল। দীর্ঘ-দিনের অনিয়ম, অব্যবস্থাপনায় খামারটি আলোর মুখ দেখেনি। কিন্তু বিভাগীয় মৎস্য অধিদপ্তর ও জেলা মৎস্য অফিসের দীর্ঘ পরিকল্পনায় খামারটি এখন দেশের আদর্শ মৎস্য-বীজ উৎপাদন খামারে পরিণত হতে চলেছে।

খামার সূত্রে জানা যায়, এ খামারে রয়েছে মাছের পোনা উৎপাদনের জন্য ৪৬টি পুকুর। রয়েছে আধুনিক মানের প্রশিক্ষণ কমপ্লেক্স। এখানে কার্প-জাতীয় রুই, কাতলা, সিলভার, বিগ হেড, গ্রাস-কার্প, কালিবাউস, বাটা ও দেশীয় প্রজাতির শিং, মাগুর, কই, গুলসা টেংরা ও পাবদার পোনা সফল-ভাবে উৎপাদিত হচ্ছে।

খামার সূত্রটি আরো জানায়, গত ২০০০ সালের ২৭ অক্টোবর তৎকালীন মৎস্য ও পশু-সম্পদ মন্ত্রী এই প্রকল্প কমপ্লেক্সের গলদা চিংড়ি হ্যাচারির উদ্বোধন করেছিলেন। এর পর চলতি বছর এবারই প্রথম জাতীয় মৎস্য সপ্তাহে পার্বতীপুর উত্তর-পশ্চিম মৎস্য বীজ উৎপাদন খামার থেকে জেলার ১৩টি উপজেলায় প্রায় পাঁচ মেট্রিক টন পোনা সরবরাহ করা হয়েছে। আর এতে গলদা চিংড়ি বিদেশে রফতানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনা বেড়ে গেছে।

পার্বতীপুর উপজেলার বেলাইচণ্ডী গ্রামের মাছ চাষি আমজাদ হোসেন বলেন, মাছ চাষ করে আমি জীবিকা নির্বাহ করি। বর্তমান মাছের বাজার-দর ভালো আছে। আগে মাছের পোনা আমাদের এই অঞ্চলে তেমন পাওয়া যেত না। বাইরের জেলা থেকে বিভিন্ন মাছের পোনা সংগ্রহ করে ৪'টি পুকুরে চাষ করতাম। বাইরে থেকে পোনা আনায় খরচ বেশি হতো। বর্তমানে পার্বতীপুর মৎস্য সম্প্রসারণ ও বীজ উৎপাদন খামারের সহযোগিতায় এখন আমরা সব ধরনের মাছের পোনা সহজে পাচ্ছি।

চিরিরবন্দর উপজেলার রাজারামপুর গ্রামের মাছ চাষি মো. আবেদ আলী জানান, পার্বতীপুর মৎস্য সম্প্রসারণ ও বীজ উৎপাদন খামার থেকে মাছের পোনা সংগ্রহ করে এবার ৫'টি পুকুরে মিশ্র জাতের মাছ চাষ করেছি। এই খামারের উৎপাদিত পোনার মান খুব ভালো। খামার কর্তৃপক্ষ মাছ চাষিদের সঠিক-ভাবে পরামর্শ দিয়ে সব সময় সহযোগিতা করে। তবে বর্তমানে বাজারে মাছের খাদ্যের দাম অনেক বেশি। খাদ্যের দাম একটু কমালে আমরা মাছ চাষে আরও লাভবান হতাম।

খামার ব্যবস্থাপক বলেন, গলদা চিংড়ির পিএল (পোস্ট লার্ভা) উৎপাদনের ক্ষেত্রে জীবন-চক্রের শুরুতে নোনা পানির দরকার হয়। এ ক্ষেত্রে কক্সবাজারের পেকুয়া থেকে নোনা পানি সংগ্রহ করে স্বাদু পানি বা মিঠা পানির সঙ্গে খাপ খাইয়ে, পিএল উৎপাদন করা হয়। উৎপাদনের ক্ষেত্রে বরগুনা জেলার আমতলীর পায়রা নদী থেকে গলদা চিংড়ির মা মাছ সংগ্রহ করে আনা হয়। মা মাছ থেকে লার্ভা সংগ্রহ করে ২৮ থেকে ৩৫ দিনের মধ্যে পিএল উৎপাদন করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা এসএম রেজাউল করিম বলেন, এ অঞ্চলে দেশীয় মাছ গুলো প্রায় বিলুপ্ত হয়ে গেছে। এমন মুহূর্তে এ খামারে দেশীয় প্রজাতির মাছের পোনা উৎপাদন শুরু করা হয়েছে। এসব পোনা মাছ চাষি পর্যায়ে চাষ করাতে চাষিদের জন্য বিভিন্ন কর্মশালার আয়োজন করা হচ্ছে। এ ছাড়া খামারে গলদা চিংড়ির পিএল উৎপাদন করা হয়। লোকবল স্বল্পতা নিয়ে খামারে সব কাজ সফল ভাবে করার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।

রংপুর বিভাগীয় মৎস্য অধিদফতরের উপ-পরিচালক জানান, পার্বতীপুর উত্তর-পশ্চিম মৎস্য সম্প্রসারণ ও বীজ উৎপাদন খামারের বর্তমান মাছ চাষ অনেক দূর অগ্রসর হয়েছে। অব্যস্থাপনায় এক সময় খামারটি মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়েছিল। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য অধিদপ্তরের পরিকল্পনার পর এখন সে অবস্থার পরিবর্তন হয়েছে। 

মৎস্য থেকে আরও পড়ুন

সর্বশেষ