ঢাকা, ৭ ডিসেম্বর ২০২৫, রবিবার

নীলফামারীতে পরিবেশ বান্ধব গ্রাম উদযাপন



পরিবেশ

এগ্রিবার্তা ডেস্ক

(২ মাস আগে) ১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ৮:২৭ অপরাহ্ন

agribarta

নীলফামারী জেলার পলাশবাড়ি ইউনিয়নের কৈপাড়া গ্রামে পরিবেশ বান্ধব গ্রাম উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপনায় সম্পন্ন হয়।

প্রধান অতিথি সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আতিক আহমেদ ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরিবেশ বান্ধব গ্রামের সভাপতি অজিত চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী এরিয়া প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার অনুকুল চন্দ্র বর্মণ,


পলাশবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খন্দকার ইব্রাহীম তালুকদার, উপসহকারী কৃষি কর্মকর্তা প্রফুল্ল রায়, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার মৈত্রী বালা, গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি হারিস উদ্দিন প্রমুখ।

ওয়ার্ল্ড ভিশনের সহায়তায় গ্রামে স্বাস্থ্য সম্মত টয়লেট ব্যবহার, বিষমুক্ত সবজি উৎপাদন, সুপেয় পানি সরবরাহসহ মোট ১৬টি সূচক উন্নত হয়েছে। এ কারণে গ্রামটি পরিবেশ বান্ধব গ্রাম হিসেবে পরিচিতি লাভ করেছে। অনুষ্ঠানে অতিথিরা গ্রামের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

পরিবেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ