রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মায় ২৭ কেজি ৩০০ গ্রামের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। গত ২৫ ডিসেম্বর সকালে জেলা শহরের গোদার বাজার এলাকার জেলে নুরাল হলদারের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের চাদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তে এনে ডাকের মাধ্যমে বিক্রি করা হয়। আড়তের মালিক চান্দু মোল্লা জানান, মাছটি ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৩৫ হাজার টাকায় কিনে বিভিন্ন জেলার ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করছি।