ঘূর্ণিঝড় সিত্রাং
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে জেলায় ১১৪ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ক্ষতির আর্থিক মূল্য ধরা হয়েছে ২ কোটি ৬৭ লাখ ৭২ হাজার টাকা।
সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. জামাল উদ্দিন এ সব তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ অক্টোবর রাতে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে জেলার সাতটি উপজেলায় চার হাজার ৬২৫ জন কৃষকের ১১৪ দশমিক ৬ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আমন ৮২ হেক্টর, সবজি ২২ দশমিক ৪ হেক্টর এবং সরিষা ১০ দশমিক ২ হেক্টর
এ সব ক্ষতির পরিমাণ ধরা হয়েছে ২ কোটি ৬৭ লাখ ৭২ হাজার টাকা। ক্ষতির শিকার কৃষকের মধ্যে নগদ আর্থিক সহায়তা, বিনা মুল্যে বীজ ও সার বরাদ্দ দেয়ার জন্য কৃষি মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠিয়েছেন বলেও জানান উপ-পরিচালক ড. মো. জামাল উদ্দিন।